নওগাঁয় নানা আয়োজনে মুক্তিযোদ্ধা দিবস পালিত

আতাউর শাহ্, নওগাঁ: নওগাঁয় নানা আয়োজনে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল-রশীদ এবং মুক্তিযোদ্ধা’৭১ এর উদ্দ্যোগে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিস থেকে একটি র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হারুন-অল-রশিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক জেলা ডেপুটি কমান্ডার আফজাল হোসেন এবং সাবেক সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
অপরদিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা’৭১ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা ৭১ এর আহবায়ক সিরাজুল ইসলাম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল ও মোরশেদ তরফদার প্রমূখ বক্তব্য রাখেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget