আতাউর শাহ্, নওগাঁ: নওগাঁর আস্তান মোল্লা ডিগ্রি মহাবিদ্যলয়ে এইচ.এসসির ভর্তি ফি নিয়ে রীতিমতো নৈরাজ্য সৃষ্টি হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি বাদেও অতিরিক্ত ১৩০০ টাকা করে মোট ৭০০ জন ছাত্র/ছত্রীদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
এ ঘটনার ক্ষোভের অনলে পুড়ছেন সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থী ও অবিভাবকরা। রাহুল রাহা নামে এক ছাত্র বললেন, আমার পরিবার অতি দরিদ্র তবুও আমার কাছ থেকে ভর্তি ফি বাবদ ২৯৬০ টাকা ও অতিরিক্ত ১৩০০ টাকা নিয়েছে। পাশাপাশি আরেক ছাত্র সজীব শাহা বলেন, আমার কাছ থেকেও একই পরিমান টাকা নিয়েছে। ইতোমধ্যে সংক্ষুব্ধ এক অভিভাবক মোজাহার আলি ও কিছু গরিব ছাত্র/ছাত্রী সাংবাদিকদের জানালে, কলেজে আপাতত ভর্তি বন্ধ করে দেয়।
তবে এ বিষয়ে নওগাঁ আস্তান মোল্লা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম এর কাছে ফোনে জানতে চাইলে, অধ্যক্ষের ফোন নং- ০১৭২০-৪০৯৪০০ তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের আর কোন কাজ নেই বলে ফোন কেটে দেয়।
একটি মন্তব্য পোস্ট করুন