আবু রায়হান রাসেল, নওগাঁ: “পথ হারাবে না বাংলাদেশ, গাহি সাম্যের গান, এই শ্লোগান নিয়ে সম্প্রতি বাংলাদেশ নওগাঁ শাখা উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সম্প্রতি বাংলাদেশ এর আহবায়ক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পিযুষ বন্দোপধ্যায়। গত শনিবার বিকেলে শহরের সুপারিপট্টিতে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে মেজর জেনারেল অব: এ,কে মোহাম্মদ আলী শিকদার, সাইফুজ্জামান আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান, নওগাঁ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন অল রশীদ, সাবেক এমপি ওহিদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শক্তিপদ চৌধূরী, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম সামদানী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী রেজাউল ইসলাম, সম্প্রতি বাংলাদেশ এর জেলা কমিটির আহবায়ক চিত্তরঞ্জন সাহা, যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি যুদ্ধের নির্বাচন। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন