একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থীরা ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান

প্রতিনিধি নওগাঁ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থীরা ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের নওযোয়ান মাঠে সুজন নওগাঁ জেলা কমিটির উদ্যেগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আসনের তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় সুজন নওগাঁ জেলা কমিটির সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারন সম্পাদক চন্দন দেব, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান, আছির উদ্দিন। ‘জনতার মুখোমুখি’ এ অনুষ্ঠানে নওগাঁ পৌরসভার প্রধান সমস্যা রাস্তাঘাট বেহাল, যানজটের সমস্যা, নারীশিক্ষা ও নির্যাতন, নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ উপস্থিত জনগন প্রশ্ন তুলেন। পরে ভোট বিক্রী না করতে না শপথ পাঠ করেন উপস্থিত ভোটাররা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget