নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইচাহাক হোসেন (৭২) মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে তার নিজ বাড়িতে প্রবেশের সময় এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার মাইক্রোবাস চালক দুলাল রায় (৩২) ও ছুরকাঘাতে আহত হয়েছেন। তাকে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতে পুলিশ এই হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে জিঙ্গাসাবাদের জন্য নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ডেও কাউন্সিলর একেএম আজাদ (৪৫) তার লোকমান আলী (৪৮) এবং এচাহক হোসেনের বাড়ির কেয়ার টেকার আনিকুল ইসলাম (৪৫) কে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিস থেকে রাতে সভাপতি ইচাহাক হোসেন উপজেলা শহরের নজিপুর এলাকায় বাড়ি ঢুকছিলেন। এমন সময় চারজন মুখোশধারী দুর্বৃত্তরা এসে ইচাহাক হোসেনকে উপর্যপুরি ছুরিকাঘাতে করেন। এ সময় ইচাহাক হোসেনের চিৎকারে লোকজন দ্রুত এগিয়ে এলে মুখোশধারী দুর্বৃত্তরা দৌড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, হত্যার ঘটনার সঠিক কোন কারণ জানা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্যে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিস থেকে রাতে সভাপতি ইচাহাক হোসেন উপজেলা শহরের নজিপুর এলাকায় বাড়ি ঢুকছিলেন। এমন সময় চারজন মুখোশধারী দুর্বৃত্তরা এসে ইচাহাক হোসেনকে উপর্যপুরি ছুরিকাঘাতে করেন। এ সময় ইচাহাক হোসেনের চিৎকারে লোকজন দ্রুত এগিয়ে এলে মুখোশধারী দুর্বৃত্তরা দৌড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, হত্যার ঘটনার সঠিক কোন কারণ জানা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্যে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন