গন-গ্রেফতার ও নির্বাচন অফিস ভাংচুরের প্রতিবাদে নওগাঁয় বিএনপির সংবাদ সম্মেলন

আবু রায়হান রাসেল, নওগাঁ:: নওগাঁয় গন গ্রেফতার ও নির্বাচন অফিস ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের কে,ডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি। বক্তব্যে বলা হয় গত কয়েক দিনে জেলার ৬টি আসনে দলের শতাধিক ত্যাগী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করে বিভিন্ন বিস্ফোরক মামলায় দেয়া হচ্ছে, প্রায় ৭০টি বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, পোষ্টার ছিড়ে ফেলাসহ পোষ্টার লাগাতে বাধা দেয়াসহ নির্বাচনী প্রচারনা বন্ধে হাজার হাজার নেতাকর্মীকে পুলিশ বাহিনী দিয়ে নানা রকম হুমকী ও হয়রানীসহ বাড়ীঘর ছাড়া করা হচ্ছে।

শুধুমাত্র হয়রানী ও নির্বাচনের মাঠ থেকে বিএনপিকে সরে যেতে বাধ্য করতেই এই গন গ্রেফতার ও গায়েবী মামলার মহড়া। তিনি আরও বলেন, এগুলো বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তাকে আবেদন করা সত্বেও কোন প্রকার পদক্ষেপ রিটানিং কর্মকর্তা গ্রহন করেন নাই। তাই নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে হলে সকল প্রকার গ্রেফতার ও গায়েবী মামলা বন্ধ করতে হবে। সেই সঙ্গে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নির্বাচনের পূর্বেই নিঃশর্ত মুক্তির দাবী ও পুলিশ প্রশাসনের গন গ্রেফতার বন্ধ ও গায়েবী মামলা বন্ধের দাবী জানান।

এসময় নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেন, বিগত সময়ে ৫ম থেকে ৮ম পর্যন্ত পর পর ৪বার এমপি ছিলাম। আমি দেশের বহু নির্বাচনী এলাকায় নির্বাচন ও উপ নির্বাচন পরিচালনা করেছি। কিন্তু কখনও কোথাও এমন অস্ত্রবাজ ভয়ভীতি ত্রাসের রাজত্ব ও আইন শৃংখলা বাহিনীর সামনে সন্ত্রাসের এমন বিস্তার দেখি নাই। মানুষ ভীত সন্ত্রস্ত। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান সিভিল প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‌্যাব বিজিবি ও সেনাবাহিনী জাতীর সংকট মুহুর্তে সবসময় অবদান রেখেছে। তারা এসব সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতা ধ্বংস ও ধূলিসাত করে রাষ্ট্র রক্ষায় স্বরনীয় হয়ে থাকবেন বলে অনুরোধ জানান। এছাড়াও আত্রাই রানীনগরের অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা সমুহ আনছার বাহিনীর কঠোর পদক্ষেপ ও প্রখর নজরদারীর জন্য দাবী জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নওগাঁ সদর আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের বিএনপির প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপুসহ জেলা বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget