বাবুলআকতার, সাপাহার(নওগাঁ): নওগাঁর সাপাহারে বে-সরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)এর উদ্যোগে সংস্থার অঙ্গ হানী অসুস্থ্য সদস্যদের মাঝে বিনামল্যে ছাগল,হাঁস মুরগী ও উপকরণ ক্রয় বাবদ নগদ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। রোববার সকাল ১১টায় নওগাঁ-১(সাপাহার) এরিয়া কার্যালয়ে রিক নওগাঁ-১ এরিয়া ম্যানেজার মুঞ্জুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরণ অনুষ্ঠানে ইউপিপি- উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় সাপাহার উপজেলার ৭ জন অতিদরিদ্র অঙ্গহানী অসুস্থ্য রোগীর পুণর্ বাসনের অংশ হিসেবে বে-সরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) উপরোক্ত অর্থ ও উপকরণ গুলো বিনা মুল্যে প্রদান করে। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত)মোঃ মুনিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক নওগাঁ জোনের জোনাল ম্যানেজার আব্দুল আলিম, শাখা ব্যবস্থাপক রানা আহম্মেদ, পিও স্যোসাল মিজানুর রহমান, শহিদুল ইসলাম, ইউসুফ ্আলী, পিও টেকনিক্যাল অফিসার বকুল শাহ প্রমূখ।
একটি মন্তব্য পোস্ট করুন