মোঃ রাসেল
ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে ভুয়া মেজার পরিচয়ে ১ জনকে
আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র আই,সি,পি ক্যাম্পের বিজিবি
সদস্যরা।
বৃহস্পতিবার(৮/১১/১৮ইং) তারিখ সন্ধ্যা ৬ টার দিকে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মালামালকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মনাল এ বিজিবি’র অস্থায়ী চেকপোষ্টে চঞ্চল বিশ্বাস নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট অতিরিক্ত ৬/৭ পিচ কম্বল পাওয়ায় তাকে আই,সি,পি ক্যাম্পে নিয়ে যাওয়া হলে চেকপোষ্টের মামুন এন্টার প্রাইজ এর কর্মচারী শাওনেওয়াজ তপু ঐ যাত্রী ভুঁয়া মেজর রেজাউল হোসেন(৩৬) এর লোক বলে আই,সি,পি ক্যাম্পের নায়েক সুমন এর কাছে পরিচয় তুলে ধরে। পরে ক্যাম্প কমান্ডার ভুঁয়া রেজাউলের সাথে কথা বলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার(৮/১১/১৮ইং) তারিখ সন্ধ্যা ৬ টার দিকে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মালামালকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মনাল এ বিজিবি’র অস্থায়ী চেকপোষ্টে চঞ্চল বিশ্বাস নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট অতিরিক্ত ৬/৭ পিচ কম্বল পাওয়ায় তাকে আই,সি,পি ক্যাম্পে নিয়ে যাওয়া হলে চেকপোষ্টের মামুন এন্টার প্রাইজ এর কর্মচারী শাওনেওয়াজ তপু ঐ যাত্রী ভুঁয়া মেজর রেজাউল হোসেন(৩৬) এর লোক বলে আই,সি,পি ক্যাম্পের নায়েক সুমন এর কাছে পরিচয় তুলে ধরে। পরে ক্যাম্প কমান্ডার ভুঁয়া রেজাউলের সাথে কথা বলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
একটি মন্তব্য পোস্ট করুন