আবু রায়হান রাসেল, নওগাঁ: গাইবান্দার গোবিন্দগঞ্জ আদিবাসি ও বাঙ্গালীদের উপর হামলা, অগ্নি সংযোগ ভাংচুর, লুটপাট ও তিন সাওতাল হত্যা ও ক্ষতিপূরণেসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আদিবাসি পরিষদ নওগাঁ শাখার উদ্যেগে মঙ্গলবার সকালে শহরের মুক্তিমোড়ে শহীদ মিনারের সামনে এই কর্মসূচী পালন করা হয়েছে।
জাতীয় আদিবাসি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সবিন মুন্ডার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওগাঁ শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, এসএম আজাদ হোসেন, ছাত্র পরিষদের নওগাঁ সভাপতি সুধীর পাহান, সমাজকর্মী নাইস পারভিন, মহাদেবপুর শাখার সভাপতি দীলিপ পাহান, সাধারণ সম্পাদক খোগেশ উরাওসহ অন্যরা।
বক্তরা বলেন, সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বলছে অথচ সারাদেশে আদিবাসি ও সংখ্যা লঘুদের ঘরবাড়ি ভাংচুর, দখল, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, নারী নির্যাতনকারিদের গ্রেফতার করছে না। এরই ফলশ্রুতিতে হিসেবে উল্লেখ করেন, এই বিচারহীনতায় ২০১৬ সালে গাইবান্দার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্মের আদিবাসি ও বাঙ্গালীদের উপর পুলিশী বাহিনী পাহারায় দখলদাররা হামলা, অগ্নি সংযোগ ভাংচুর, লুটপাট চালায়। এ সময় তিন আদিবাসি সাওতালকে হত্যা করে। এ সময় পুলিশ বাহিনীর কিছু সদস্য এই অগ্নিসংযোগে অংশগ্রহণ করে। হত্যাকারিদের বাঁচাতে ক্ষমতাসীন দলে থাকা ক্ষমতাশীল নেতারা প্রশাসনের সহযোহিতায় তৎপর রয়েছে। যার কারণে এই হত্যার হত্যাকারিদের আজও বিচার করা সম্ভব হচ্ছে না। হত্যাকারিদের দ্রæত বিচারের আওয়াতায় নেয়া ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
জাতীয় আদিবাসি পরিষদ নওগাঁ শাখার উদ্যেগে মঙ্গলবার সকালে শহরের মুক্তিমোড়ে শহীদ মিনারের সামনে এই কর্মসূচী পালন করা হয়েছে।
জাতীয় আদিবাসি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সবিন মুন্ডার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নওগাঁ শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, এসএম আজাদ হোসেন, ছাত্র পরিষদের নওগাঁ সভাপতি সুধীর পাহান, সমাজকর্মী নাইস পারভিন, মহাদেবপুর শাখার সভাপতি দীলিপ পাহান, সাধারণ সম্পাদক খোগেশ উরাওসহ অন্যরা।
বক্তরা বলেন, সরকার মুখে মুক্তিযুদ্ধের কথা বলছে অথচ সারাদেশে আদিবাসি ও সংখ্যা লঘুদের ঘরবাড়ি ভাংচুর, দখল, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, নারী নির্যাতনকারিদের গ্রেফতার করছে না। এরই ফলশ্রুতিতে হিসেবে উল্লেখ করেন, এই বিচারহীনতায় ২০১৬ সালে গাইবান্দার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্মের আদিবাসি ও বাঙ্গালীদের উপর পুলিশী বাহিনী পাহারায় দখলদাররা হামলা, অগ্নি সংযোগ ভাংচুর, লুটপাট চালায়। এ সময় তিন আদিবাসি সাওতালকে হত্যা করে। এ সময় পুলিশ বাহিনীর কিছু সদস্য এই অগ্নিসংযোগে অংশগ্রহণ করে। হত্যাকারিদের বাঁচাতে ক্ষমতাসীন দলে থাকা ক্ষমতাশীল নেতারা প্রশাসনের সহযোহিতায় তৎপর রয়েছে। যার কারণে এই হত্যার হত্যাকারিদের আজও বিচার করা সম্ভব হচ্ছে না। হত্যাকারিদের দ্রæত বিচারের আওয়াতায় নেয়া ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন