বিশ্ব প্রবাসী বাংলাদেশী ক্লাবের সাথে পুলিশ কর্মকর্তাদের মতবিনিময়

বগুড়া প্রতিনিধিঃ বিশ্ব প্রবাসী বাংলাদেশী ক্লাব লিমিটেডের সাথে পুলিশ কর্মকর্তাদের আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ঢাকা গুলশান জোনের উপ-পুলিশ কমিশনারের বনানীর কার্যালয়ে এ আয়োজন করা হয়। বিশ্ব প্রবাসী বাংলাদেশী ক্লাবের সভাপতি ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুর রহমান খন্দকার লাইজুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার এস.এম মোস্তাক আহমেদ খান,
বিশ্ব প্রবাসী বাংলাদেশী ক্লাবের সাধারণ সম্পাদক বশিরুল আলম চৌধুরী সাবু, সহ-সভাপতি দিপু চৌধুরী, যুগ্মসাধারন সম্পাদক নুরুল হাসান, জাকির হোসেন, পরিচালকমÐলী কে.আর হাসান, রেজাউল করিম মোহাম্মদ, বনানী থানার ওসি
বিএম ফরমান আলী, গুলশান পুলিশ স্টেশনের ওসি আবু বক্কর সিদ্দিক, গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (প্রশাসন) এসএম রেজাউল হক,অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল আহাদ, বনানী সোসাইটি ও বনানী ক্লাবের সভাপতি শওকত আলী ভ‚ঁইয়া দিলান, বারিধারা সোসাইটির সভাপতি এহেছানুল হক প্রমূখ। সভায় সিদ্ধান্ত হয় খুব শিঘ্রয় বিশ্ব প্রবাসী বাংলাদেশী ক্লাব লিমিটেডের একটি ওয়েবসাইট খোলা হবে। এছাড়া আলোচকবৃন্দরা প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। প্রবাসীরা বাংলাদেশে আসার পর কোন সমস্যায় পড়লে বিশ্ব প্রবাসী বাংলাদেশী ক্লাব লিমিটেডের কর্তৃপক্ষকে অবগত করার জন্য আহবান জানানো হয় এবং ওইসব বিপদগ্রস্থ প্রবাসীদের পাশে দাঁড়াবে ক্লাবটি।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget