নওগাঁর পত্নীতলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আহসান হাবিব মিজান (৩১) ও মোসলেম উদ্দীনকে (৩৩) আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঠুকনিপাড়া মোড়স্থ সালিগ্রাম রোড়ে একটি ইটভাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আকটকৃতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে মোসলেম উদ্দীন ও একই এলাকার মৃত দীল মোহাম্মদ প্রামানিকের ছেলে আহসান হাবিব মিজান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ঠুকনিপাড়া মোড়স্থ ওই ইটভাটায় ইয়াবা নিয়ে বিক্রির জন্যে মাদককারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই ইটভাটায় অভিযান চালিয়ে হাবিব মিজান ও মোসলেম উদ্দীনকে ২০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget