মোঃ
রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল কস্টমস শুল্ক গোয়েন্দারা
কোলকাতা Ñ খুলনা বন্ধন এক্সপ্রেস থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ি থ্রিপিছ
জব্দ করেছে ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় ভারত থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেস থেকে এ পন্য জব্দ করে। কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব সহকারী আকবর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতের কোলকাতা থেকে ছেড়ে আসা বন্ধন এক্সপ্রেস নামে ট্রেনটি তল্লাশি করে মালিক বিহীন ২৯০ পিছ থ্রি পিছ ও ১০৪ পিছ উন্নত মানের শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫ লক্ষ টাকা। এ সময় শুল্ক গোয়েন্দাকে কাস্টমস সুপার মৃনাল সহ(এ আরও) অফিসাররা পন্য উদ্ধারে সহযোগিতা করে।
উদ্ধারকৃত পন্যগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় ভারত থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেস থেকে এ পন্য জব্দ করে। কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব সহকারী আকবর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতের কোলকাতা থেকে ছেড়ে আসা বন্ধন এক্সপ্রেস নামে ট্রেনটি তল্লাশি করে মালিক বিহীন ২৯০ পিছ থ্রি পিছ ও ১০৪ পিছ উন্নত মানের শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫ লক্ষ টাকা। এ সময় শুল্ক গোয়েন্দাকে কাস্টমস সুপার মৃনাল সহ(এ আরও) অফিসাররা পন্য উদ্ধারে সহযোগিতা করে।
উদ্ধারকৃত পন্যগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে তিনি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন