নওগাঁ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জনের শো-ডাউন ও সমাবেশ

নওগাঁ:  আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা আব্দুল জলিলের ছেলে নওগাঁ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন জনের শো-ডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপূরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশী নিজাম উদ্দিন জনের শো-ডাউন বের হয়। শো-ডাউনটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলের বিভিন্ন শ্রেণি পেশার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
নওগাঁ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী নিজাম উদ্দিন জন বলেন, নওগাঁয় প্রয়াত নেতা আব্দুল জলিলের অসামাপ্ত কাজ সম্পন্ন করতে গত সাড়ে চার বছর থেকে সদর আসনের প্রতিটি এলাকা ঘুরেছেন। এ সময় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন। আগামীতে নওগাঁ আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশা এলাকাবাসি ব্যাপক সাড়া পেয়ে আগামী জাতীয় নির্বাচনে তিনি শতভাগ মনোনয়নপত্র পাওয়ার আশা ব্যক্ত করেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget