আতাউর শাহ্, নওগাঁ: নওগাঁর মাদায় জাড়া লাগানো যমজ শিশু কন্যার জন্ম দিয়ছেন প্রসূতি ফরিদা খাতুন। গত বহস্পতিবার সকাল ১০টায় মান্দায় ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সটার অস্ত্রপাচার (সিজারিয়ান) মাধ্যম এ শিশু কন্যার জন্ম হয়। এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে এক নজর দেখার জন্য ক্লিনিকে হাজারা মানুষ ছুটে আসে। প্রসূতি ফরিদা খাতুন উপজলার চককানদব গ্রামের সবুজ সরদারের স্ত্রী।
প্রসূতির স্বামী সবুজ সরদার বলেন, বাচ্চা জন্মের আগে আল্ট্রাসন করে দখা যায় স্ত্রী পেটে দুটি বাচা আছে। তবে আল্ট্রাসন কালার না হওয়ায় বুঝা যাছিলোনা বাচা দুটো কিভাবে আছে। অপারেশনের পর দেখা যায় বাচা দুইটা জমজ।
মান্দায় ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সটার ডা: আব্দুস সাবহানর তত্ত¡বাবধানে অস্ত্রাপাচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। তিনি বলেন, সকোল ক্লিনিক প্রসূতিকে ভর্তি করানো হয়। সিজারের আগে পরীক্ষা করে দখা যায় প্রসূতির পেটে দুটি বাচা আছে। সিজারের পর দখা যায় জমজ বাচা দুটি জোড়া লাগানো। তবে শিশু ও প্রসূতি সুস্থআছে। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশু দুইটিক রাজশাহী মডিকেল কলজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসূতির স্বামী সবুজ সরদার বলেন, বাচ্চা জন্মের আগে আল্ট্রাসন করে দখা যায় স্ত্রী পেটে দুটি বাচা আছে। তবে আল্ট্রাসন কালার না হওয়ায় বুঝা যাছিলোনা বাচা দুটো কিভাবে আছে। অপারেশনের পর দেখা যায় বাচা দুইটা জমজ।
মান্দায় ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সটার ডা: আব্দুস সাবহানর তত্ত¡বাবধানে অস্ত্রাপাচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। তিনি বলেন, সকোল ক্লিনিক প্রসূতিকে ভর্তি করানো হয়। সিজারের আগে পরীক্ষা করে দখা যায় প্রসূতির পেটে দুটি বাচা আছে। সিজারের পর দখা যায় জমজ বাচা দুটি জোড়া লাগানো। তবে শিশু ও প্রসূতি সুস্থআছে। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশু দুইটিক রাজশাহী মডিকেল কলজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন