নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষে গাভী বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ধামইরহাট হাটখোলা চত্ত¡রে এসব গাভী বিতরণ করা হয়। নওগাঁ জেলা প্রশাসক মো.মিজানুর রহমান পরিকল্পনা ও সার্বিক তত্বাবধানে,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় উপজেলার ৫জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে ৫টি গাভী বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপজেলার ৩শত অতিদরিদ্র পরিবারের মাঝে ৩শতটি বকনা বাছুর বিতরণ কর্মসূচীর আলোকে গতকাল পর্যন্ত ৭৪জনের মাঝে বিতরণ করা হয়। এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামরুজ্জামান,ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিমল কুমার রুরাম,ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমা,যোনাস কস্তা,আনোয়ার হোসেন,গেøারিয়া রোজারিও,বন্ধন এনজিও’র ব্যবস্থাপক মকবুল হোসেন,ইমেলদা মার্ডী প্রমুখ।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget