নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) এমপি ইসরাফিল আলম’র নৌকার মনোনয়ন নিশ্চিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে একটানা তৃতীয় বারের মতো এমপি ইসরাফিল আলমের আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় আত্রাই-রাণীনগরে আনন্দের বন্যা বয়ছে। চলছে মিষ্টি বিতরণের উৎস।
রবিবার সকালে কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ থেকে  মনোনয়ন নিশ্চিত এর খবর পেয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক মোল্লা বিভিন্ন টিভি চ্যানেল ও গণমাধ্যমের বরাদ দিয়ে জানান, গতকাল কেন্দ্রীয় ভাবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ঘোষনা করা হয়েছে। এতে ৫১,নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বর্তমান এমপি ইসরাফিল আলম এর নাম ঘোষনা করা হলে দুই উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অংগ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন। এরপর দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এমপি ইসরাফিল আলমের পক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক মোল্লা রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
উল্লেখ্য, এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোট ৭ জন দলীয় মনোনয়ন উত্তোলন করেন। এর মধ্যে বর্তমান এমপি ইসরাফিল আলমকে তৃতীয় বারের মতো মনোনিত করে নাম ঘোষনা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget