কাজী কামাল হোসেন, নওগাঁ: নানা বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় আবৃত্তি পরিষদ নওগাঁ “আপন” এর ৩১ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। গত শুক্রবার রাত ১০টায় নাটক মঞ্চায়নের মধ্যে দিয়ে দিনব্যপী এই উৎসবের সমাপ্তি ঘটেছে।
দিনব্যপী এই কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, স্মৃতিচারন অনুষ্ঠান, আলোচনাসভা, পুঁথি পাঠ, আবৃত্তি আলেখ্য এবং নাটক। ঐ দিন সকাল সাড়ে ১০টায় পুরাতন কালেক্টরেট ভবন সংলগ্ন মুক্ত মঞ্চ থেকে বের করা হয় বর্নাঢ়্য শোভাযাত্রা। এ সময় পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক কর্মসূচীর উদ্বোধন এবং শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিন করে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক স্মৃৃতিচারন অনুষ্ঠানে পরিষদের সভাপতি ডা: ময়নুল হক দুলদুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, সাাবেক সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, একুশে পরিষদের আহবায়ক এম এম রাসেল, সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ স্মৃতিচারন করেন।
সন্ধ্যা ৬টায় লড়াই সংগ্রামের পুঁথি পাঠ এবং সোয়া ৬টায় “রক্ত বীজের বুকে ফসলের ঘ্রাণ” শিরোনামে একটি আবৃত্তি আলেখ্য পরিবেশিত হয়। এতে অংশগ্রহন করেন মাহমুদা সিদ্দিকী মায়া, নওরীন আকতার শারমিন, সাভিয়া নাজনীন নীলা, পূজা দাস, কামরুল হক হিরন, অসীম কুমার মহন্ত এবং তামিম মাহমুদ সিদ্দিক।
সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। আবৃত্তি পরিষদের সভাপতি ডা: ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান।
পরে বিশিষ্ট অভিনেতা ও আবৃত্তি শিল্পী আরমান পারভেজ মুরাদের একক আবৃত্তি পরিবেশিত হয়। সব শেষে পরিবেশিত হয় নাটক “শিখন্ডি কথা”। এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুলের নির্দেশনায় এ নাটকে অভিনয় করেন জাহাঙ্গীর ইসলাম বুলবুল, মো. কায়েস উদ্দিন, রফিকুদ্দৌলা রাব্বী, মাগফুরুল হাসান বিদ্যুৎ, অসীম কুমার মহন্ত, কামরুল হক হিরন, মিলন কুমার চৌধুরী, নওরীন আকতার শারমিন, আল মামুন রুপস, জি এম মাসুদ রানা মনোয়ার, শুক্লা দাস, দেলোয়ার হোসেন দুলাল, তৌফিক মোল্লা সেতু, মনসুর আলী রানা, মানিক, আরিফ হোসেন, শিপন চৌধুরী এবং রেজাউল বাসার মতি।
দিনব্যপী এই কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, স্মৃতিচারন অনুষ্ঠান, আলোচনাসভা, পুঁথি পাঠ, আবৃত্তি আলেখ্য এবং নাটক। ঐ দিন সকাল সাড়ে ১০টায় পুরাতন কালেক্টরেট ভবন সংলগ্ন মুক্ত মঞ্চ থেকে বের করা হয় বর্নাঢ়্য শোভাযাত্রা। এ সময় পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক কর্মসূচীর উদ্বোধন এবং শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিন করে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক স্মৃৃতিচারন অনুষ্ঠানে পরিষদের সভাপতি ডা: ময়নুল হক দুলদুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, সাাবেক সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, একুশে পরিষদের আহবায়ক এম এম রাসেল, সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ স্মৃতিচারন করেন।
সন্ধ্যা ৬টায় লড়াই সংগ্রামের পুঁথি পাঠ এবং সোয়া ৬টায় “রক্ত বীজের বুকে ফসলের ঘ্রাণ” শিরোনামে একটি আবৃত্তি আলেখ্য পরিবেশিত হয়। এতে অংশগ্রহন করেন মাহমুদা সিদ্দিকী মায়া, নওরীন আকতার শারমিন, সাভিয়া নাজনীন নীলা, পূজা দাস, কামরুল হক হিরন, অসীম কুমার মহন্ত এবং তামিম মাহমুদ সিদ্দিক।
সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। আবৃত্তি পরিষদের সভাপতি ডা: ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান।
পরে বিশিষ্ট অভিনেতা ও আবৃত্তি শিল্পী আরমান পারভেজ মুরাদের একক আবৃত্তি পরিবেশিত হয়। সব শেষে পরিবেশিত হয় নাটক “শিখন্ডি কথা”। এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুলের নির্দেশনায় এ নাটকে অভিনয় করেন জাহাঙ্গীর ইসলাম বুলবুল, মো. কায়েস উদ্দিন, রফিকুদ্দৌলা রাব্বী, মাগফুরুল হাসান বিদ্যুৎ, অসীম কুমার মহন্ত, কামরুল হক হিরন, মিলন কুমার চৌধুরী, নওরীন আকতার শারমিন, আল মামুন রুপস, জি এম মাসুদ রানা মনোয়ার, শুক্লা দাস, দেলোয়ার হোসেন দুলাল, তৌফিক মোল্লা সেতু, মনসুর আলী রানা, মানিক, আরিফ হোসেন, শিপন চৌধুরী এবং রেজাউল বাসার মতি।
একটি মন্তব্য পোস্ট করুন