মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনির পক্ষে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নু সোমবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিন বিকেলে উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামের উপস্থিতিতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবাহী কর্মকর্তা মোবারক হোসেন পারভেজের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, উপজেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাস সভাপতি এম সাখাওয়াত হোসেন প্রমূখ।
একটি মন্তব্য পোস্ট করুন