রুহুল আমিন, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে কেন্দ্রিয় কবর স্থানের জায়গা দখল করে মার্কেট নির্মান কাজ বন্দের দাবীতে মানব বন্ধন করেছে এলাকা বাসী ।
গতকাল শনিবার সকাল ১১ টায় মহাদেবপুর ব্রীজ রোডে এ মানব বন্ধনে এলাকা নানা শ্রেনী পেশার শহশ্রাধিক মানুষ অংশ নেয় । এ সময় বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নাননু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসান হাবিব ভোদন, সহ সভাপতি গোলাম নুরানী আলাল, রবিউল আলম আলম বুলেট প্রমুখ ।
বক্তারা বলেন মহাদেবপুর কবর স্থানে মৃতদেহ নিয়ে যাওয়ার এক মাত্র জায়গাটি হটাৎ জেলা পরিষদ তাদের দাবী করে রাতের আধারে কিছু বাক্তিকে লিজ দেয় । তারা লাশ বহনের একমাত্র জায়গাটি ঘেড়াও করে সেখানে ১৪ কক্ষ বিষিষ্ট একটি মার্কেট নির্মানের জন্য কাজ শুরু করে । স্থানীয়দের দাবী এতে করে কবর স্থানে লাশ নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাব্বির কাছে একটি স্বারক লিপি প্রদান করেন । এ ব্যাপারে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ফজলে রাব্বির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আামি বিষয়টি জেনেছি জনস্বার্থে অগ্রাধিকার দিয়ে কি করা যায় তা করা হবে ।
ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে অবিলম্বে বৃহত্তর স্বার্থে মার্কেট নির্মান কাজ বন্ধের দাবী করা হয়। তা নাহলে আগামীতে কঠোর কর্মসুচী দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা ।
গতকাল শনিবার সকাল ১১ টায় মহাদেবপুর ব্রীজ রোডে এ মানব বন্ধনে এলাকা নানা শ্রেনী পেশার শহশ্রাধিক মানুষ অংশ নেয় । এ সময় বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নাননু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসান হাবিব ভোদন, সহ সভাপতি গোলাম নুরানী আলাল, রবিউল আলম আলম বুলেট প্রমুখ ।
বক্তারা বলেন মহাদেবপুর কবর স্থানে মৃতদেহ নিয়ে যাওয়ার এক মাত্র জায়গাটি হটাৎ জেলা পরিষদ তাদের দাবী করে রাতের আধারে কিছু বাক্তিকে লিজ দেয় । তারা লাশ বহনের একমাত্র জায়গাটি ঘেড়াও করে সেখানে ১৪ কক্ষ বিষিষ্ট একটি মার্কেট নির্মানের জন্য কাজ শুরু করে । স্থানীয়দের দাবী এতে করে কবর স্থানে লাশ নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাব্বির কাছে একটি স্বারক লিপি প্রদান করেন । এ ব্যাপারে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ফজলে রাব্বির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আামি বিষয়টি জেনেছি জনস্বার্থে অগ্রাধিকার দিয়ে কি করা যায় তা করা হবে ।
ঘন্টা ব্যাপী এ মানব বন্ধনে অবিলম্বে বৃহত্তর স্বার্থে মার্কেট নির্মান কাজ বন্ধের দাবী করা হয়। তা নাহলে আগামীতে কঠোর কর্মসুচী দেওয়ার হুশিয়ারী দেন বক্তারা ।
একটি মন্তব্য পোস্ট করুন