নওগাঁ-৩ আসনে ছেলের প্রতিদ্বন্দ্বী মা

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ): আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন সোমবর ও দ্বিতীয় দিন মঙ্গলবার নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে ৬ জন মনোনয়ন প্রত্যাশী তাদের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। প্রাথমিক অবস্থায় ৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন ফরম কেনা হলেও জমা দেয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে জানায় কেন্দ্রীয় বিএনপি। এর আগে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, নওগাঁ-৩ আসনে ছেলে ও মায়ের প্রার্থী হওয়ার ঘটনা ঘটেছে। এই আসনে বিএনপির মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ও তার মা নাসরিন আরা সিদ্দিকী। মা-ছেলে ছাড়াও এ আসনে নব্বইয়ের আন্দোলনে সক্রিয় সাবেক ছাত্রনেতা ও নওগঁাঁ জেলা বিএনপির সদস্য রবিউল আলম বুলেট, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল ইসলাম শফিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী আসফ কবীর চৌধুরী শত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারী নেতারা জানান, গণতান্ত্রিক আন্দোলন ও খালেদা জিয়ার মুক্তির সংগ্রামের অংশ হিসেবে তারা নির্বাচন করবেন। এর মধ্য দিয়ে স্বৈরাশাসনের অবসান এবং গণতন্ত্র ফিরিয়ে আনবেন বলেও জানান তারা।
নির্বাচনে ধানের শীষের টিকিট পেতে মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে এলাকার শীর্ষ নেতারা এখন ঢাকায় অবস্থান করছেন। সোমবার ও মঙ্গলবার আবেদন ফরম সংগ্রহকারী নেতাদের কেউ কেউ তা জমা দিয়েছেন। দলীয় প্রার্থী হওয়ার প্রাথমিক এই কার্যক্রমের পাশাপাশি অনেকে প্রতীক নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎও করছেন। এক ধানের শীষের কান্ডারী হতে ৬ জনের যুদ্ধে শেষ পর্যন্ত আসল কান্ডারী হিসেবে মনোনীত হয় কে তা দেখা ও জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে এলাকার সাধারণ মানুষ। তবে কে হাসবেন, কে কাঁদবেন এ জন্য অপেক্ষা করতে হবে কয়েকদিন। ৬ জন প্রার্থীই দলীয় মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করেছেন।
ছেলের সাথে প্রতিদ্ব›দ্বীতা করার বিষয়ে সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর স্ত্রী নাসরিন আরা সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মনোনয়ন ফরম কিনেছি জমা দিব কিনা এটা নিশ্চিত না। তবে আমি আমার ছেলের প্রস্তাবক। এ ব্যাপারে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, আমি মনোনয়ন ফরম কিনেছি। আমার একটু আইনগত জটিলতা আছে। মা আমার প্রতিদ্ব›দ্বী না, তিনি আমার প্রস্তাবক।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget