রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক রবি/২০১৮-১৯ মৌসুম ও পরবর্তি খরিফ-১/২০১৯ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৪৯৮ জন কৃষকের মাঝে প্রণোদনার বোরো, গম, সরিষা, ভুট্টা, বিটি বেগুন, তিল এবং গ্রীষ্মকালীন মুগডালের বীজ,সার সহায়তা বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, জেলা তথ্য কর্মকর্তা আতিকুর রহমান শাহ, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন , উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, মিরাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন