নওগাঁয় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যেশে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই। এ সময় সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার শিক্ষা বিষয়ক সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মাহমুদুন নবী বেলাল, উপদেষ্ঠা গৌড় চন্দ্র মহন্ত, আব্দুল হান্নান শেখ,
সাধারণ সম্পাদক শাহীন মন্ডল, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ, নওগাঁ জেলা ধান্য ব্রয়লার অটোশাটার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফফর হোসেন প্রমুখ। সমাবেশে সন্ত্রাস নাশকতা জঙ্গীবাদ চুরি ছিনতায় মাদক নিয়ন্ত্রনে করনীয় বিষয়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া প্রধান অতিথি মাদক বিক্রেতা ও সেবন কারী সহ সন্ত্রাস নাশকতা জঙ্গীবাদ চুরি ছিনতায়ে জড়িতদের পাড়ায় পাড়ায় তালিকা তৈরী করে আইন শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগীতা  কামণা করেন। এসময় প্রায় ৩শ পুরুষ মহিলা উপস্থিত ছিলেন।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget