নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, সারাদেশের ন্যায় নওগাঁ জেলায় রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা নেয়া হয়। শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিক ৪০ হাজার ৪৫০ জনের মধ্যে ১৯ হাজার ২৮৩ জন ছেলে ও ২১ হাজার ১৬৬ জন মেয়ে এবং এবতেদায়ী ৪ হাজার ৮৯৬ জনের মধ্যে ২ হাজার ৫২৩ জন ছেলে ও ২ হাজার ৩৭৩ জন মেয়ে শিক্ষার্থী অংশ গ্রহন করেন। পরীক্ষায় কোন রকম অপ্রিতীকর ঘটনা ঘটেনি।
নওগাঁয় শান্তিপূর্নভাবে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা শুরু
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় শান্তিপূর্নভাবে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষা শুরু হয়েছে। গত রবিবার বেলা সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। জেলায় ৪০ হাজার ৪৫০ জন প্রাথমিক ও ৪ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন