মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: নওগাঁর মান্দায় ‘সেবাই ধর্ম’ একটি সামাজিক, অরাজনৈতিক অসাম্প্রদায়িক সেবামূলক সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত টুপি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম-কিত্তলী গ্রামে শীত টুপি বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রসাদ ফণী (রতন)।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহযোগী ব্যক্তি প্রদ্যোত ফণী, স্বপণ হোসেন ও মিঠুন চক্রবর্তীসহ অন্যান্যরা।
এলাকার অসহায়, দুস্থ শীতার্ত ৬০জন মানুষের মাঝে শীত টুপি বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রসাদ ফণী (রতন) বলেন, বিভিন্ন সময়ে সমাজের সামর্থবান ব্যক্তিরা এগিয়ে এসেছেন।
তাদের সহযোগীতায় এ সংগঠনটি এগিয়ে চলছে। অসহায় ব্যক্তিরা কিছুটা সহযোগীতা পেয়ে আনন্দিত হচ্ছে।
এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃদ্ধাদেরও সহযোগীতা করা হয়ে থাকে।
সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম-কিত্তলী গ্রামে শীত টুপি বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রসাদ ফণী (রতন)।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহযোগী ব্যক্তি প্রদ্যোত ফণী, স্বপণ হোসেন ও মিঠুন চক্রবর্তীসহ অন্যান্যরা।
এলাকার অসহায়, দুস্থ শীতার্ত ৬০জন মানুষের মাঝে শীত টুপি বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রসাদ ফণী (রতন) বলেন, বিভিন্ন সময়ে সমাজের সামর্থবান ব্যক্তিরা এগিয়ে এসেছেন।
তাদের সহযোগীতায় এ সংগঠনটি এগিয়ে চলছে। অসহায় ব্যক্তিরা কিছুটা সহযোগীতা পেয়ে আনন্দিত হচ্ছে।
এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃদ্ধাদেরও সহযোগীতা করা হয়ে থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন