আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ বন গবেষণা ইনষ্টিটিউটের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিট এ কর্মশালার আয়োজন করেন। বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট (চট্রাগ্রাম) মুখ্য গবেষনা বিয়ষক কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিক কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস, এম আজাদ, বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট এর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্যা ও ড. ডেইজী বিশ্বাস, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, দৈনিক কালের কন্ঠ ও দেশ টিভির প্রতিনিধি ফরিদুল করিম, জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার সভাপতি মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার সভাপতি মশিউর রহমান একটি বন গবেষনা ইনস্টিটিউট স্থাপনের দাবী জানান। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, জেলা বৃক্ষ রোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার বিভিন্ন সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন