মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বিজিবি সদস্যরা।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি খুলনা’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক মোঃ রাসেল ইসলামকে জানান, অদ্য ৪/১১/১৮ ইং তারিখ বিজিবি’র একটি টহল দল দিনের বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে বারোপোতা চারা বটতলা থেকে ৫৮৯ বোতল,খলসি বাজার থেকে ৪৬৮ বোতল এবং পুটখালী গরু খাটাল থেকে ১১ বোতল ফেন্সিডিল সহ মন্টু সর্দার(৩০)নামে এক মাদক বিক্রে তাকে আটক করে। আটক মন্টু সর্দার পুটখালী কামারবাড়ী গ্রামের মুজাম সর্দারের ছেলে।
১১ বোতল ফেন্সিডিল সহ মন্টু সর্দারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি খুলনা’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক মোঃ রাসেল ইসলামকে জানান, অদ্য ৪/১১/১৮ ইং তারিখ বিজিবি’র একটি টহল দল দিনের বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে বারোপোতা চারা বটতলা থেকে ৫৮৯ বোতল,খলসি বাজার থেকে ৪৬৮ বোতল এবং পুটখালী গরু খাটাল থেকে ১১ বোতল ফেন্সিডিল সহ মন্টু সর্দার(৩০)নামে এক মাদক বিক্রে তাকে আটক করে। আটক মন্টু সর্দার পুটখালী কামারবাড়ী গ্রামের মুজাম সর্দারের ছেলে।
১১ বোতল ফেন্সিডিল সহ মন্টু সর্দারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন