নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অপহরন মামলার ভিকটিম আখিঁ (১৬) কে উদ্ধার করেছে থানা পুলিশ। আখিঁ উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ধামইরহাট উপজেলার ভাতগ্রামের আব্দুর রশিদের মেয়ে বলে জানা গেছে। এ বিষয়ে আখিঁর বাবা সাপাহার থানার গত ২৪ সেপ্টেম্বর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ২৩)।
জানা গেছে, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্’র নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক গত ২০ নভেম্বর নীলফামারী জেলার ডিমলা থানার মধ্য চাতনাই গ্রাম থেকে উদ্ধার করে সাপাহার থানায় নিয়ে আসে। পরেরদিন ভিকটিমের জবানবন্দী লিপিবদ্ধ করার জন্য নওগাঁ কোর্টে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্’র নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক গত ২০ নভেম্বর নীলফামারী জেলার ডিমলা থানার মধ্য চাতনাই গ্রাম থেকে উদ্ধার করে সাপাহার থানায় নিয়ে আসে। পরেরদিন ভিকটিমের জবানবন্দী লিপিবদ্ধ করার জন্য নওগাঁ কোর্টে প্রেরন করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন