বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ডলার সহ আটক-৩

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার,৮০২ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ও শিকারপুর ক্যাম্পের সদস্যরা।
আটকরা হলো জাহিদ (১৮)পিতা সাহেব আলী গ্রাম বড় আচড়া বেনাপোল, নাহিদ (১৯)পিতা হাসান গ্রাম ঝিকরগাছা যশোর ও আব্দুর জব্বার (৪০)পিতা কেরামত আলী গ্রাম টেংয়ালী শার্শা যশোর।
শুক্রবার ভোর থেকে সকাল ১০ টা পযন্ত সীমান্তে অভিযান চালিয়ে ডলার ও ফেনসিডিল সহ তাদেরকে আটক করেন।

বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন জানান ,গোপন সংবাদে জানতে পারি এক ডলার পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান ডলার নিয়ে গাতিপাড়াা সীমান্ত থেকে বেনাপোলের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে গাতিপাড়াা বড় আচড়া সড়কে অভিযান চালিয়ে ৪০ হাজার ডলার সহ তাকে আটক করা হয়।
অপর দিকে শিকড়ী মাঠের মধ্যে থেকে ৫০৯ ফেনসিডিল ও শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ২৯৩ বোতল ফেনসিডিল ও ৩৮ বোতল মদসহ ২ জনকে আটক করেন।এ সব অভিযানে টহলদল ছিলেন নায়েক মোঃ তরিকুল ইসলাম, নায়েক ইয়ার আলি, ল্যান্স নায়েক আমিনুল ইসলাম, সিপাহী মামুন, সিপাহী সজিব ও সিপাহী আজাহার।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ডলার,ফেনসিডিল ও মদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget