বাঙালি হত্যায় উত্তপ্ত আসাম, জঙ্গিবিরোধী অভিযান শুরু

ভারতের আসামে পাঁচ বাঙালিকে গুলি করে হত্যার পর উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও বন্ধ পালন করেছে বাঙালিদের বিভিন্ন সংগঠন। অন্যদিকে জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

হত্যাকাণ্ডের জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামকে (উলফা) সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের তিনসুকিয়া জেলায় এ হত্যাকাণ্ড ঘটে। হামলাকারী দলটি পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার স্বাধীনতাকামী অংশ বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় উত্তপ্ত পুরো আসাম। হত্যাকাণ্ডের পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

মিয়ানমার সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন আসাম রাইফেলসের জওয়ানরা। তদন্তে নেমে উলফার দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আসামের বাঙালি সংগঠনগুলোর ডাকে তিনসুকিয়ায় ১২ ঘণ্টার বন্ধ পালিত হয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget