আবু রায়হান রাসেল, নওগাঁ : পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে নওগাঁয় জেলা পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কুস্তরী আমিনা কুইন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা ক্লিনিক ও ডায়গনস্টিক সমিতির সভাপতি রেজাউল মাহমুদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, সকলকে একটি দল হিসেবে কাজ করতে হবে। কাজকে ভালোবাসতে হবে। তাহলে সেবামূলক কাজগুলো আনন্দদায়ক হবে।
এ বছর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’। পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ শুরু আগামী ২৪ নভেম্বর (শনিবার) থেকে। শেষ হবে আগামী ২৯ নভেম্বর।
অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কুস্তরী আমিনা কুইন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা ক্লিনিক ও ডায়গনস্টিক সমিতির সভাপতি রেজাউল মাহমুদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, সকলকে একটি দল হিসেবে কাজ করতে হবে। কাজকে ভালোবাসতে হবে। তাহলে সেবামূলক কাজগুলো আনন্দদায়ক হবে।
এ বছর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’। পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ শুরু আগামী ২৪ নভেম্বর (শনিবার) থেকে। শেষ হবে আগামী ২৯ নভেম্বর।
একটি মন্তব্য পোস্ট করুন