নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রভাষক জাকিরুল ইসলাম,প্রভাষক আবু রেজা, প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে প্রভাষক ইদ্রিস আলী, প্রভাষক মানুনুর রশীদ, প্রভাষক রিপন সরদার, আত্রাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, খালেক হাসান, হারুন অর রশীদ,আবু বকর সিদ্দিক,জহুরুল ইসলাম, আফাজ উদ্দিন, মোঃ রফিকুজ্জামান (মানিক) প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মহানবী সা: এর জীবনী ও কমের্র উপর আলোচনা বিশেষ করে ইসলামি শান্তি প্রগতি, সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে এবং মহানবীর আদর্শ পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়নের আহবান জানানো হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মহানবী সা: এর জীবনী ও কমের্র উপর আলোচনা বিশেষ করে ইসলামি শান্তি প্রগতি, সৌহার্দ, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে এবং মহানবীর আদর্শ পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বাস্তবায়নের আহবান জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন