ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-২ আসনের (ধামইরহাট-পতœীতলা) এমপি পদে মনোনয়ন প্রত্যাশী একমাত্র নারী প্রার্থী ড.আবেদা আখতার কণা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে ধামইরহাট ও পতœীতলা উপজেলার হাট বাজার,পাড়া মহল্লাহ ব্যাপক পোস্টার সাঁটিয়ে নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। আলহাজ্ব সালাউদ্দিন সালুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) এর প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্ব›িদ্বতা করবেন। বর্তমান তিনি এনপিপির চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন সালুর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও ঢাকা মহানগর এনপিপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত ছিলিমপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের মেয়ে আবেদা আখতার। ৪ সন্তানের মধ্যে সে দ্বিতীয় সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয় নিয়ে বিএন সম্মান এমএ ডিগ্রী অর্জনের পর তিনি শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন। গত ২০১৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহন করেন। ড.আবেদা আখতার কণার স্বামী আবুল হোসেন জেলা ও দায়রা জজ হিসেবে গ্রহণ করেছেন। তার একমাত্র সন্তান ব্যারিষ্টার হোসাঈন মুঞ্জুর হাইকোর্ট ও সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এব্যাপারে ড.আবেদা আখতার কণা বলেন,ছোট বেলা থেকে আমি মানুষের সেবা করার চিন্তা ভাবনা ছিল। সেই ভাবনার আমার নিজস্ব অর্থায়নে আমার এলাকার মাদ্রাসা,মসজিদের উন্নয়নের জন্য যথা সার্ধ অনুদান দিয়েছি। এছাড়া এলাকার গরীব মানুষের মাঝে স্যানিটেশন সামগ্রী,বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল এবং বিদুৎবিহীন গ্রামে সোলার বিতরণ করেছি। এতিমখানার শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহায়তা দেয়া হয়েছে। বিধবা স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে গাভী বিতরণ ও কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিকভাবে অনুদান প্রদান করেছি। আমার জন্মস্থান ছিলিমপুর গ্রামে ২০ শয্যা বিশিষ্ট নারী ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে নিজ উদ্যোগে হাসপাতাল নির্মাণের কাজ চলমান রয়েছে। ব্যক্তিগত উদ্যোগে তিনি সব সময় নিজেকে উজার করে জনগণের সেবা করে যাচ্ছেন। আগামীতে নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে পারলে তিনি বৃহৎ পরিসরে মানুষের সেবা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ধামইরহাট-পতœীতলা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থী।
একটি মন্তব্য পোস্ট করুন