নওগাঁ প্রতিনিধি: “সাঁতার শিখি নিরাপদ জীবন গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসক ও নাগরিক কমিটি নওগাঁর উদ্যোগে ও ডানা পার্কের আয়োজনে শিশুদের বিনামূল্যে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নওগাঁর ভবানীপুরের ডানা পার্কের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষনের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডানা পার্কের মালিক এম মাসুদ রানা, নাগরিক কমিটির সভাপতি এসএম আবু জাফর, সাধারন সম্পাদক খন্দকার রেজাউর রহমান (টুকু), কুটুমবাড়ী বিরিয়ানী ও ভাত ডেলিভারী সার্ভিসের মালিক শরিফুল ইসলাম প্রমুখ।
নাগরিক কমিটির সাধারন সম্পাদক খন্দকার রেজাউর রহমান (টুকু) বলেন বর্তমান সময়ের শিশুদের অনেকেই সাঁতার জানে না। কিন্তু সাঁতার মানুষের জন্য ব্যায়ামের মধ্যে একটি অন্যতম ব্যায়াম। সাঁতার জানলে পানিতে ডুবে মরে যাওয়ার কোন ভয় নেই। তাই আমাদের সবারই সাঁতার জানা খুবই প্রয়োজন। আর এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগের কারণে আমরা এই সাঁতার প্রশিক্ষনের আয়োজন করেছি। যে কেউ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হবে।
নাগরিক কমিটির সাধারন সম্পাদক খন্দকার রেজাউর রহমান (টুকু) বলেন বর্তমান সময়ের শিশুদের অনেকেই সাঁতার জানে না। কিন্তু সাঁতার মানুষের জন্য ব্যায়ামের মধ্যে একটি অন্যতম ব্যায়াম। সাঁতার জানলে পানিতে ডুবে মরে যাওয়ার কোন ভয় নেই। তাই আমাদের সবারই সাঁতার জানা খুবই প্রয়োজন। আর এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগের কারণে আমরা এই সাঁতার প্রশিক্ষনের আয়োজন করেছি। যে কেউ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন