নওগাঁয় জাতীয় যুবদিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত বিভিন্ন ট্রেডে ৯১ জন প্রশিক্ষিত যুবক ও যুবমহিলাদের মধ্যে ৫০ লক্ষ ৬৮ হাজার টাকা ঋন বিতরন

আবু রায়হান রাসেল, নওগাঁ: জাতীয় যুবদিবস উপলক্ষে নওগাঁয় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র মিলনায়তনে বৃহষ্পতিবার দুপুরে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মালেক। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক।

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক মো. আব্দুল মান্নান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংগঠন রানী’র নির্বাহী পরিচালক মো. ফজলুল হক খান।

জাতীয় যুবদিবস উপলক্ষে নওগাঁ জেলার ৯টি উপজেলায়  বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৯১ জন যুবক ও যুব মহিলাদের মধ্যে মোট ৫০ লক্ষ ৬৮ হাজার টাকা ঋন বিতরন করা হয়েছে। মৎস্য চাষ, হাঁস মুরগী পালন, গবাদি পশু পালন, পোষাক তৈরী, কম্পিউটার এবং বৈদ্যুতিক ট্রেডে এসব ঋন বিতরন করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক মো. আব্দুল মান্নান জানেিয়ছেন উপজেলা ভিত্তিক ঋনের চেক বিতরনের পরিমান হচ্ছে সদর উপজেলায় ১৭ জনের মধ্যে ১০ লক্ষ টাকা, রানীনগর উপজেলায় ১০ জনের মধ্যে ৭ লক্ষ ২৮ হাজার টাকা, পোরশা উপজেলায় ৬ জনের মধ্যে ৩ লক্ষ ৯০ হাজার টাকা, পতœীতল্ াউপজেলায় ৬ জনের মধ্যে ৪ লক্ষ ২০ হাজার টাকা, মহাদেবপুর উপজেলায় ১৮ জনের মধ্যে ১২ লক্ষ ১৫ হাজার টাকা, বদলগাছি উপজেলায় ৯ জনের মধ্যে ৫ লক্ষ ৭০ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় ২ জনের মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকা, সাপাহার উপজেলায় ১৫ জনের মধ্যে ১০ লক্ষ ৪০ হাজার টাকা এবং নিয়ামতপুর উপজেলায় ৮ জনের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget