নওগাঁর আত্রাই উপজেলাকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ই-উপজেলা হিসেবে গড়ার প্রত্যয়

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)  প্রতিনিধি: আত্রাই উপজেলাকে নওগাঁ জেলার শ্রেষ্ঠ ই-উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে শতভাগ তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করেছে আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম।
মঙ্গলবার নওগাঁর আত্রাইয়ে আইসিটি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখার প্রথম কর্মশালায় এই প্রত্যয় ব্যাক্ত করা হয়। আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম আত্রাই উপজেলা শাখার সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. সানাউল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক ও রহমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, নর্থবেঙ্গল স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের ইন্সট্রাকটর প্রভাষক আবু রেজা, আত্রাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আপন আইটি লিমিটেডের পরিচালক নাজমুল হোসাইন সেন্টু, নেটিজেন আইটি লিমিটেডের শান্ত, আরএস কম্পিউটারস অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ রফিকুজ্জামান (মানিক) প্রমুখ।

এছাড়াও উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কম্পিউটার বিভাগের সকল কর্মচারীসহ উপজেলার কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার নিয়ে কজ করেন এমন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget