মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ছলিম উদ্দীন তরফদার সেলিম আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হওয়ায় ব্যাপক ভাবে উল্লাসিত হয়ে ওঠেছে দলটির স্থানীয় নেতা কর্মীরা। অপরদিকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নেতা কর্মীরা ধোঁয়াশার মধ্যে পড়েছে। জানা গেছে, বিএনপির মনোনয়নপত্রের চিঠি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও নওগাঁ জেলা বিএনপির অন্যতম সদস্য রবিউল আলম বুলেট এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। এ রিপোর্ট লেখা পযর্šÍ নওগাঁ-৩ আসনে বিএনপির একক প্রার্থীর নাম কেন্দ্র থেকে ঘোষণা না দেয়ায় কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী এনিয়ে দলটির স্থানীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ভাবে গুঞ্জন ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কৌশল হিসেবে এ আসনে দু’জনকে মনোনয়নপত্রের চিঠি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শতভাগ চুড়ান্ত মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে রবিউল আলম বুলেট জানান, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে এলাকাবাসী। একই আশাবাদ ব্যক্ত করে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি জানান, তিনি ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত হলে বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিএমডিএ চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী, সাবেক সচিব এনামুল কবির, মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, সকিনা সিদ্দীক ও ডা. জাহাঙ্গীর আলম আনছারীর কর্মী-সমর্থকরা গত মঙ্গলবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ছলিম উদ্দীন তরফদার সেলিমকে তার নিজ গ্রামের বাড়ি আজিপুরে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলূসহ এ আসনের ১৮ টি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ এবং সেচ্ছা সেবক লীগের সকল স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত ওইসব আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিজেদের মধ্যে থাকা সকল মতভেদ ভুলে নৌকার বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গিকার করেন।
একটি মন্তব্য পোস্ট করুন