নওগাঁয় মিষ্টি বিক্রেতাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মিষ্টি বিক্রেতাসহ মাদক ব্যবসায়ীকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। মঙ্গলবার দুপুরে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার বদলগাছী উপজেলার কোলার পালশা গ্রামের মৃত মিসারত আলীর ছেলে মিষ্টি বিক্রেতা মোকলেছার রহমান (৫০) ও নওগাঁ শহরের চকদেব মাস্টারপাড়া মহল্লার আবু সাইদের ছেলে নাইম হোসেন সনি (৩০)।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, মোকলেছার রহমান দীর্ঘদিন থেকে কোলা বাজারে মিষ্টির দোকান করতেন। ব্যবসার আড়ালে তিনি গোপনে মাদকের ব্যবসা করতেন। গোপন সংবাদে মঙ্গলবার দুপুরে তার দোকানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা। এসময় ২৬ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
অপরদিকে সদর উপজেলার রানীনগর মোড় থেকে দুপুর ২টার দিকে ৫ গ্রাম হিরোইন সহ নাইম হোসেনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget