নওগাঁর মান্দা অাসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী গামার ব্যাপক-প্রচার প্রচারণা

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: “শেখ হাসিনার সরকার, বার বার দরকার” এই শ্লোগানকে সামনে রেখে ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও লোকালয়ে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে এবং প্রার্থীতা জানান দিতে গণসংযোগ করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। প্রচার প্রচারনার অংশ হিসেবে বিভিন্ন দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং ভোট প্রার্থনা করতে গামা’র ছবি সংবলিত পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডে ছেয়ে গেছে এ উপজেলা। তিনি জানান, জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হলে আমার বিশ্বাস এই আসনে জননেত্রী শেখ হাসিনার নৌকার মাঝি আমিই হব । নৌকা প্রতীকে মনোনয়ন পেলে এই আসন থেকে আমি নিশ্চিত জয় ছিনিয়ে আনব বলে আশা ব্যক্ত করেন গামা।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget