নওগাঁর রাণীনগরে আইসিটি কলেজ ভবনের উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আবাদপুকুর মহাবিদ্যালয়ে নব-নির্মিত আইসিটি চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আবাদপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গনে মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, নওগাঁ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারি প্রকৌশলী রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোল্লা, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী দুলাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান, আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল, প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, মিরাট ইউপি চেয়ারম্যার রফিকুল ইসলাম, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু, বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফু, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে প্রধান অতিথি ৩টি সড়ক পাকাকরন, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, আবাদপুকুর হাইস্কুল ভবন নির্মাণের কাজ ও ডাকাহার সার্বজনিন কবরস্থানসহ মোট ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget