নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীনকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

বাবুল আকতার, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীনকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন সম্পুর্ণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীন উপজেলার তুলসিপাড়া গ্রামের মৃত: আজির উদ্দীন (ভুলু মুন্সির) ছেলে। ১৯৭১সালে দেশ মাতৃকার টানে টগবগে যুবক হাফিজ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের স্বাধীনতা অর্জন করে ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাত্রি ১২টা ৫০মিনিটে বার্ধক্য ও মস্তিকে অতির্ক্তি রক্তক্ষরনের ফলে তিনি তার গ্রামের বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না....রাজিউন। মৃত্যু কালে তার বয়েস হয়েছিল ৭০বছর। মৃত্যুর পর তিনি স্ত্রী এক ছেলে, ৪ মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ২টা ৪৫মিনেটে তাঁকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ গ্রামের পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়। এসময় তার গার্ড অব অনার ও জানাযা নামাজে সহকারী কমিশনার (ভুমি) মো: সবুর আলী, থানার ওসি (তদন্ত) মো: মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, ওমর আলী, আব্দুর রাজ্জাক সহ সকল মুক্তিযোদ্ধা ও এলাকার অসংখ্য গুনিজন উপস্থিত ছিলেন। তিনি মহান মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে একাধীক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে একাধিক মুক্তিযোদ্ধা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget