নওগাঁ রাণীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে “ সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা সমবায় অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। রোববার উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা হিরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়অরম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, সমবায়ী ডা: নাজিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ ৩সমবায় সমিতিকে সম্মান্না হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসহ উন্নয়ন নিশ্চিত করি” এই ¯েøাগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার সাইফুল ইসলাম। বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, কৃষি অফিসার মজিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদ, সহকারী পরিদর্শক এসএম জাহাঙ্গীর। আলোচনা সভায় সঞ্চালনার করেন উপজেলা কৃষি অফিসের সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম।
এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সমবায় বিভাগের বিভিন্ন কমিটির সাধারন/সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget