মাহমুদুন নবী বলোল, নওগাঁ: নওগাঁয় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্যোগে জঙ্গি গোষ্ঠীর বোমা হামলায় নিহত বিচারকের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতি হয়েছে। গত বুধবার সন্ধ্যায় জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী আয়োজনে জেলা জজ এর সম্মেলন কক্ষে ২০০৫ সালের ১৪ ই নভেম্বর জঙ্গি গোষ্ঠীর ঘৃণ্য বোমা হামলায় শহীদ বিচারক জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমেদ এর স্বরণসভায় জগন্নাথ পাঁড়ে এবং সোহেল আহমেদ এর হত্যাকারী জঙ্গি গোষ্ঠীর প্রতি ধিক্কার ও ঘৃণা প্রদর্শন করে বর্তমানে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী এবং বিচারের সহিত সম্পর্কিত সকল ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ. কে. এম.শহীদুল ইসলাম। স্বরণসভা ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক শাহীদুল ইসলাম আজমী, ভারপ্রপ্ত বিজ্ঞ চীফ জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর আব্দুল খালেক, বিজ্ঞ গভর্ণমেন্ট প্লিডার মোস্তাাফিজুর রহমান (ফিরোজ) প্রমুখ। বক্তব্য শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক শাহীদুল ইসলাম আজমী। এসময় উস্থিত ছিলেন জেলার বিজ্ঞ বিচারক গণসহ সরকারি কৌশলী ও পাবলিক প্রসিকিউটর।
একটি মন্তব্য পোস্ট করুন