নওগাঁ প্রতিনিধিঃ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড কমিটি নওগাঁর মাননীয় চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ এ.কে.এম. শহীদুল ইসলাম বলেন “জজীয়তী শুধু মাত্র চাকুরী নয় বরং এবাদত” । বৃহস্প্রতিবার সন্ধ্যায় নওগাঁ জজশীপে ৫জন শিক্ষানবিশ সহকারী জজ, নওগাঁ ম্যাজিস্ট্রেসীতে ৪জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর যোগদান উপলক্ষে তাদের সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন আমরা যারা আজ বিচারকের দ্বায়ীত্ব পালন করছি একটা বিষয় মাথায় রেখে চাকুরি করতে হবে আমরা চাকুরি করার মধ্যে দিয়ে এবাদত করছি। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ-১ গাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, জেলা এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাফর মোঃ শফি মাহমুদ, সাধারণ সম্পাদক আবু বেলাল প্রমুখ। উল্লেখ্য যে নওগাঁ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আওতাভূক্ত সবগুলো আদালতে বিচারিক হাকিম রয়েছে তবে অত্র জজশীপে দেওয়ানী আদালত সমুহে অতি: জেলা ও দায়রা জজ আদালত থেকে শুরু করে, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, ৩ জন সিনিয়র সহকারী জজ আদালত এবং একাধিক সহকারী জজ আদালতে বিচারক না থাকায় বিচারপ্রার্থী মানুষের দূর্ভোগ চরম পর্যায়ে লক্ষ্যকরা যাচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন