নওগাঁর মহাদেবপুরে বাল্যবিবাহে বরের ৬ মাসের জেল, বর কণে পক্ষের ৪ হাজার টাকা জরিমানা

মাহমুদুন নবী বলোল নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ভ্র্যামমান আদালত বাল্যবিবাহের অভিযোগে বরের ৬ মাসের জেল এবং বর ও কণে পক্ষের ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। গতকাল শনিবার ভ্র্যামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ইউএনও মো. মোবারক হোসেন পারভেজ এ রায় প্রদান করেন। তথ্যমতে জানাগেছে, শুক্রুবার চাঁন্দাস ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সৌরাব আলীর ছেলে সুয়েল হোসেন উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম পলিপাড়ার মোস্তফার মেয়ে মরিয়ম (১৪) সাথে বাল্যবিবাহ বন্ধনের খবর পেয়ে থানার এসআই মুমিন ছেলের বাবা সৌরাব আলী ও মেয়ের বাবা মোস্তফাসহ বর কণেকে থানায় আটক করে। শনিবার ভ্র্যামমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন বিজ্ঞ বিচারক।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget