সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ডায়াবেটিকস দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় রেখা চৌধুরী মেমোরিয়াল ডায়াবেটিকস সেন্টারের উদ্যোগে গত বুধবার সকাল ১০ টায় সদরের নিউ মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে সদরের জিরোপয়েন্ট স্বাধীনতা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, নূরুল হক মাষ্টার, আলহাজ্ব মতিউর রহমান,তিলনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন