নওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু রায়হান রাসেল, নওগাঁ: “জেগেছে যুব গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর নানা কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে শেস হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ইউসিসিএ লি: এর চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সেলাই, বøক ও বাটিক ও মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সফল হওয়ার গল্প তুলে ধরেন উপজেলার সফল আত্মকর্মী মোছা: রোকেয়া বেগম ও মো: রাসেল হোসেন। আলোচনা শেষে ১০জন যুব ও যুব মহিলাদের মাঝে বিভিন্ন প্রকল্প ভিত্তিক ৭লাখ ২৮হাজার টাকার ঋণের চেক বিতরন করা হয় এবং নিবন্ধিত দুটি যুব সংগঠন প্রভাতি যুব সমাজ ও খাগড়া নকশি কাঁথা যুব উন্নয়ন সমিতিকে নিবন্ধন সনদপত্র তুলে দেওয়া হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget