নওগাঁ মহাদেবপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে নওগাঁ গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর মোড় নামক স্থানে পৌঁছলে বিপরিদমুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হানিফ পরিবহনের চালক মো. গোলাম মোস্তফা (৪০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় সে মারা যায়। নিহত গোলাম মোস্তফা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget