শীঘ্রই বাজারে আসছে কন্ঠশিল্পী মিলু ও মুনিয়া মুন’র যৌথ অডিও ও ভিডিও অ্যালবাম “মন বাগানের ভ্রমরা”

আবু রায়হান রাসেল, নওগাঁ: অতি শীঘ্রই বাজারে আসছে সাপাহারের জনপ্রিয় কন্ঠশিল্পী এম.বি মিলু ও বর্তমান প্রজন্মের সাড়া জাগানো কন্ঠশিল্পী মুনিয়া মুন’র যৌথ অডিও ও ভিডিও অ্যালবাম “মন বাগানের ভ্রমরা”।
দেশের প্রখ্যাত গিতীকার আফজাল শরীফের গীত রচনায় অ্যালবামটির মোট ৮টি গানে  সুর করেছেন নাজির মাহমুদ ও আফজাল শরীফ। অ্যালবামটি কম্পোজ করেছেন এ সময়ের সাড়া জাগানো কম্পোজার লিটন।
অ্যালবামটির প্রযোজনা করেছে সাপাহার উপজেলার স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান “জুমস্টার ফিল্মস”র পরিচালক সাংবাদিক মনিরুল ইসলাম, পরিবেশনা ও ভিডিও পরিচালনা করছেন বাংলাদেশ এফডিসি’র তরুণ প্রযোজক ইলিয়াস হোসাইন।
এ ব্যাপারে ইলিয়াস হোসাইন দৈনিক আলোকিত সকালকে জানান, “অ্যালবামটির গান গুলো যুগপোযোগী হওয়ায় বর্তমানে মার্কেটে তোলপাড় তুলতে পারে বলে আমার ধারণা, ইতমধ্যে একটি অডিও গান দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান “বাসকো ড্রামা’র অফিসিয়াল ইউটিউবে মুক্তি পেয়েছে। গানগুলোর ভিডিওর কাজ চলছে, আগামী ডিসেম্বরের ২য় সপ্তাহের মধ্যেই “ইলমাছ মুভিজ”র অফিসিয়াল ইউটিউবে মুক্তি পাবে বলে আশা করছি”।
কন্ঠশিল্পী এম.বি মিলু দৈনিক আলোকিত সকালকে জানান, “এটা আমার প্রথম অ্যালবাম, মুনিয়া মুন আমার সাথে ভালো গেয়েছে। তাছাড়া গিতীকার ও সুরকারের কঠোর তত্বাবধানে গানগুলো বেশ ভালো হয়েছে এবং দর্শক গানগুলো ভালোভাবে নিবে বলে আমি আশাবাদী। যদি আমার গাওয়া গানগুলো দর্শকের একটু হলেও মন ছুঁয়ে যায় তাহলে সামনে জানুয়ারীতে আবারো নতুন অ্যালবামের কাজ শুরু করব বলে আশা করছি”।
সবমিলিয়ে “মন বাগানের ভ্রমরা” অ্যালবামটি দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রযোজক,পরিবেশক সহ গিতীকার ও সুরকারো।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget