নওগাঁয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদেও করনীয় শীর্ষক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আমাদের করনীয় সম্পর্কিত এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ব্র্যাক অফিসে ব্র্যাক কমিউনিটি ইমপাওয়ারমেন্ট কর্মসূচীর আওতায় এই মতবিনিময়সভার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা প্রতিনিধি এ কে এম জাহিদুল ইসলাম। এ মতবিনিময়সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলঅম, ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স বিভাগের রিজিওনাল ম্যানেজার মোঃ জামির আলী, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সেক্টর স্পেশালিষ্ট শফিউল ইসলাম, বেসরকারী উন্নয়ন সংগঠন রানী’র নির্বাহী পরিচালক ফজলুল হক খান, চক-আতিথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী প্রামানিক বক্তব্য রাখেন।
সভায় গত জানুয়ারী’১৮ থেকে সেপ্টেম্বর’১৮ পর্যন্ত সময়ের ধর্ষন, শিশু ধর্ষন, হত্যাকান্ড, শারীরিক নির্যাতন, আত্মহত্যা, মানষিক টর্চার, বাল্য বিবাহ এবং যৌন হয়রানীর একটি চিত্র তুলে ধরা হয়।
এই চিত্রের আলোকে সমাজে নারী ও শিশু নির্যাতন বন্ধে সমাজের সকল স্তরের মানুষের গুরুত্বপূর্ন ভুমিকা রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করা হয়। এই সভা থেকে অংশগ্রহনকারীদের বক্তব্যের মধ্যে দিয়ে একটি সুপারিশমালা তৈরী করা হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget