মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে থানার এস আই খোকন কুমার কুন্ডু অভিযান চালিয়ে উপজেলা সদরের কুঞ্জবন বাজার থেকে গুলু রহমান প্রামাণিককে (৫২) গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত তছির উদ্দিন প্রামাণিকের ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্ধে জেলার বিভন্ন থানার একাধিক মাদক মামলা রয়েছে। মহাদেবপুর থানার ওসি তদন্ত আব্দুল মালেক জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন